Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্দুক হামলার পর পাকিস্তানে বাজারে বোমা বিস্ফোরণ, নিহত ২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৫:১৬ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৫:১৬ PM

bdmorning Image Preview


পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন।

আজ শুক্রবার ওরকাজাই জেলার কালায়া বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, শিয়াদের মসজিদ ইমামবারগাহ’র কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ধরন তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ওই এলাকাটিতে উদ্ধার হতাহতদের উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, শত্রুরা এর মাধ্যমে রাজ্যের শান্তি নষ্ট করতে পারবে না।

শুক্রবার পাকিস্তানে এ নিয়ে দুটি দুটি হামলার ঘটনা ঘটলো। এর আগে সকালে করাচির ক্লিফটন এলাকায় চীন কনসুলেটে বন্দুক হামলা চালায় অজ্ঞাত ব্যক্তিরা। ওই ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। তবে কোনো গোষ্ঠী এখনো এ দুটি হামলার দায় স্বীকার করেনি।

Bootstrap Image Preview