Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিআইডব্লিউটিএর গোডাউনের আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে ফোম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৪:৩০ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৪:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জ শহরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটি সংলগ্ন এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে ফোম।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ড্রেজারের পাইপ থেকে এ আগুন লাগে।

বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় রাবারের তৈরি ড্রেজার পাইপ রাখার গোডাউনে হঠাৎ আগুন লাগে। সময় যত গড়াচ্ছে আগুনের লেলিহান শিখা ততই বাড়ছে। তবে কিভাবে গোডাউনে আগুন লেগেছে তা জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফীন বলেন, আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। আগুন নিয়ন্ত্রণে ফোম ব্যবহার করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর জয়নাল আবেদীন বলেন, দুপুর ১২টার দিকে বিআইডব্লিউটিএর গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে।

Bootstrap Image Preview