Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ, পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ সিইসির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৪:০০ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৪:০০ PM

bdmorning Image Preview


যশোরের বিএনপি নেতা আবু বকর আবুর মৃতদেহ বুড়িগঙ্গা নদীতে পাওয়া গেছে। এ ঘটনা তদন্ত করে পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

আজ শুক্রবার সকালে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়টি জানান।

সিইসি বলেন, তিনি যদি পুলিশ হেফাজতে থেকে থাকেন, তবে আমরা পুলিশকে এ বিষয়ে নির্দেশনা দেব, যেন তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হয়।

আবু বকর আবু যশোর জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সাক্ষাৎকার দিতে রাজধানীতে আসেন তিনি। সেখান থেকে চার দিন আগে নিখোঁজ হন।

বিএনপির অভিযোগ, আবু দলের মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিতে ঢাকা এসেছিলেন। একটি হোটেলে ছিলেন তিনি। রোববার তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার তার লাশ পাওয়া যায় বুড়িগঙ্গায়।

Bootstrap Image Preview