Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮মাসেও ফলাফল দিতে পারেনি কুবি'র লোকপ্রশাসন বিভাগ, শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০২:১৯ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০২:১৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পরীক্ষা হওয়ার ৮ মাস পেরিয়ে গেলেও ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থীদের ফলাফল দিতে পারেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগ কর্তৃপক্ষ।

এর ফলে ৬০ জনের অধিক শিক্ষার্থী কর্মজীবনে অন্যদের থেকে পিছিয়ে পড়ার পাশাপাশি হতাশায় ভুগছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ।

অনুসন্ধান থেকে জানা যায়, চলতি বছরের এপ্রিলে স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা শেষ করে ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা। অথচ তার পরবর্তী ব্যাচ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) ও স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, চলতি বছরের এপ্রিলে পরীক্ষা দিলেও ফলাফল প্রকাশ হয়নি। ঐ ব্যাচের শিক্ষার্থীরা স্যারদের সাথে যোগাযোগ করলে কয়েকদিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে বলে আশ্বাস দিলেও তা আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রাইভেট চাকরিতে অনার্সের সার্টিফিকেটের চেয়ে মাস্টার্সের সার্টিফিকেটের অগ্রাধিকার দেওয়া হয়। যার ফলে মাস্টার্সের রেজাল্ট প্রকাশিত না হওয়ায় চাকরির বাজারে প্রবেশ করতেও প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। প্রাইভেটের চাকরির সুযোগ পেলেও মাস্টার্সের সার্টাফিকেটের না থাকার কারণে সেই সুযোগও হাতছাড়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, এক্সটারনাল শিক্ষক খাতা দেখতে দেরি করায় রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে।

Bootstrap Image Preview