Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে চুরি ঠেকাতে প্রশাসনের সুনজরের প্রত্যাশায় প্রান্তিক চাষীরা

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০১:২৬ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০১:২৬ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষে মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। দরিদ্র কৃষকদের একমাত্র অবলম্বন গরু, এই গরুচুরি রক্ষা করতে প্রশাসনের সুদৃষ্টি আশা করছে প্রান্তিক চাষীরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলা আইনশৃংখলা কমিটির সভা থেকে শ্রীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এসব গরু চুরি ঠেকাতে শ্রীপুর থানা পুলিশকে টহল বৃদ্ধি করার পরামর্শ দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত কমপক্ষে ২৫ টি গরু চুরির ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক সভায় এ পরামর্শ দেন।

শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ মতিউর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণে নানামুখী কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।

এসব বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, শীতের সময় অপরাধ প্রবণতাটা কিছুটা বেড়ে যায়। গরু চুরি রোধ করতে ইতোমধ্যে থানা পুলিশের উদ্যোগে তিন-চারটি টহল বৃদ্ধি করা হয়েছে। বুধবার রাতে পটকা এলাকা থেকে একটি গরু এবং লেগুনাসহ ২ গরু চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

চলতি মাসে মোট ৩৫ টি মামলা হয়েছে শ্রীপুর থানায়। এর মধ্যে ৩০ টি মাদক এবং বাকি পাঁচটি অন্যান্য মামলা। মাদক এবং অপরাধ প্রবণতা রোধ করতে শ্রীপুর থানা পুলিশ সক্রিয় রয়েছে বলে তিনি দাবি করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার জানান, মাদক প্রতিরোধে প্রতি মাসে কমপক্ষে ১ থেকে ২ টি অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইতোমধ্যে বেশ কয়েক জনকে কারাদন্ড দেয়া হয়েছে। গরু চুরির শিকার কৃষকেরা আমার অফিসে সাক্ষাৎ করেছেন। গরু চুরির ঘটনা এলার্মিং। 

নিবার্হী কর্মকর্তা রেহেনা আকতারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা পরিষদের মহিলা বিষয়ক ভাইস চেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্না, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, বরমি ইউনিয়ন পরিষদের চেযারম্যান শামসুল হক বাদল সরকার, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কমিউনিটির প্রতিনিধিবৃন্দ।

সবশেষে বিজয় দিবস উদযাপন প্রস্তুতি কমিটি ২০১৮ গঠন করা হয়।

Bootstrap Image Preview