Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক সপ্তাহের মাথায় ঢাবির আরেক শিক্ষার্থীর 'আত্মহত্যা'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৯:৩৩ AM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৯:৩৩ AM

bdmorning Image Preview


এক সপ্তাহের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম হুজাইফা রশিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

হুজাইফা রশিদের ফুফাত ভাই বলেন, হুজাইফা টঙ্গিতে তার নিজ বাড়ির কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে (২২ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরের দিকে আত্মহত্যা করেন।

কী কারণে আত্মহত্যা করল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হুজাইফা তার অ্যাকাডেমিক লাইফ নিয়ে কিছুটা হতাশ ছিল। আমরা তাকে বুঝিয়েছি। কিন্তু হঠাৎ করে আত্মহত্যা করে বসল।’

তিনি আরও জানান তার ভাই চট্টগ্রাম থেকে আসবে। এলে তার লাশ গ্রামের বাড়ি সিরাজগঞ্জ নিয়ে যাওয়া হবে।

ঘটনা অবহিত করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম রব্বানী বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। আমরা আত্মহত্যা প্রতিরোধে কর্মশালা করলাম। তার মধ্যেই আবার এমন খবর!’

প্রসঙ্গত চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত আটজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সর্ববশেষ গত ১৬ নভেম্বর মেহের নিগার দানি নামে ইংরেজি বিভাগের সাবেক এক ছাত্রী আত্মহত্যা করেন।

এর আগে ১৪ নভেম্বর গার্হস্থ্য অর্থনীতি কলেজের পুষ্টি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী লাইলা আঞ্জুমান ইভা আত্মহত্যা করেন। তার আগে ১২ নভেম্বর বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ফাহমিদা রেজা সিলভী নামে এক ছাত্রী আত্মহত্যা করেন।

Bootstrap Image Preview