Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইলিয়াস পত্নীকে টেক্কা দিতে চান আব্দুর রব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৭:৪২ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৭:৪২ PM

bdmorning Image Preview


সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে এতদিন বিবেচনা করা হলেও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করে আলোচনায় এসেছেন প্রবাসী বিএনপি নেতা ও আইনজীবী মোহাম্মদ আব্দুর রব মল্লিক। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সিলেট-২ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সিলেট নগরীতে সংবাদ সম্মেলন করে নিজের প্রার্থীতা ঘোষণা করেন প্রবাসী কমিউনিটির এই নেতা। দলের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পেয়েই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে দাবি করছেন তিনি।

সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. ইলিয়াস আলী। পরের নির্বাচনে তিনি পরাজিত হন আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরীর কাছে। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ এই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিলে, এমপি হন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এহিয়া।

এবার এ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা। ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছেন ইলিয়াসের ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসও। নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে লুনাই প্রার্থী হবেন এমনটা নেতাকর্মীরা ধারণা করলেও লুনাকে টেক্কা দিতে চান প্রবাসী নেতা আব্দুর রব মল্লিক।

আব্দুর রব মল্লিক লন্ডনস্থ বালাগঞ্জ ওসমানীনগর বিএনপি অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি, ব্যাংকিং অ্যান্ড ডেগেনহাম মেট্রোপলিটন পুলিশের মেম্বার ও ইউকে এবং ইউরুপ বাংলা নিউজের চেয়ারম্যান ও আইনজীবী।

Bootstrap Image Preview