Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এরশাদের সঙ্গে একসাথে রাজনীতি করা উচিত হবে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৭:৪০ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৭:৪০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় পার্টির থেকে পদত্যাগ করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও ফেনী জেলা জাপার আহবায়ক রিন্টু আনোয়ার।

বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে উদ্ভুত প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় জাতীয় পার্টির রাজনীতি করা সমীচীন হবেনা বিধায় পার্টি থেকে পদত্যাগ করছি বলে উল্লেখ করেছেন রিন্টু আনোয়ার। ওই চিঠিতেই তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগের কথা জানান।

পদত্যাগপত্রে এরশাদের উদ্দেশে রিন্টু আনোয়ার বলেন, ‘উদ্ভুত প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয় আমাদের এক সাথে রাজনীতি করা সমীচীন হবে না। আপনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। আপনার দলের মঙ্গল কামনা করি।’

এ ব্যাপারে রিন্টু আনোয়ার বলেন, বিগত ২০ বছর হুসেইন মুহম্মদ এরশাদের সাথে কাজ করেছি। আমি সততা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে কাজ করে এসেছি। কিন্তু সম্প্রতি আমার প্রতি যে অবিচার ও অসম্মানের ঘটনা ঘটেছে তাতে আমি মর্মাহত। সে বিবেচনায় আমার আর পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাথে কাজ করা সমীচীন হবেনা, তাই আমি পার্টির সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সূত্রে জানা গেছে, বিগত ১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ফেনী-৩ আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন রিন্টু আনোয়ার। এবারও আসন্ন নির্বাচনে আসনটি জাপাকে ছাড় দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। আর এই সুযোগ কাজে লাগিয়ে সম্প্রতি লে. জে.(অব.) মাসুদ উদ্দিন চৌধুরী জাপায় যোগদান করে ফেনী-৩ আসন নিশ্চিত করেন।

Bootstrap Image Preview