Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেল করা শিক্ষার্থীদের এসএসসিতে বসতে না দেয়ায় বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৭:০৬ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৭:০৬ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ে ককটেল নিক্ষেপ ও প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩টি ককটেল নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো.আবুল কাশেম জানান, ২০১৮ সালের এস.এস.সি নির্বাচনী পরীক্ষায় ১৭১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলে ১১৬জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। কিন্তু ফলাফল বিবেচনায় অনুত্তীর্ণ ছাত্ররা ২০১৯ সালে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার ফরম পূরণ করাতে জবর দস্তি চেষ্টা করে ব্যর্থ হয়ে বিদ্যালয়ে ককটেল নিক্ষেপ ও প্রধান শিক্ষককে প্রাণ নাশের হুমকি প্রধান করে।

এসময় অনুত্তীর্ণ ছাত্ররা কিছু বহিরাগত সহ বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক ও ইংরেজী শিক্ষকের সাথে আগ্রাসী আচরণ করে এবং বিদ্যালয়ের কক্ষ ভাংচুর করতে চেষ্টা করে। এ সময় বিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক নাজিম’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ে একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ভর্তির জন্য স্থানীয় কতিপয় নেতার উস্কানিতে এমনটা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।

Bootstrap Image Preview