Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে আসম ফিরোজের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৬:০২ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৬:০২ PM

bdmorning Image Preview


সুদ মওকুফের পর সোনালী ব্যাংক থেকে ১০ম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের ২৭ কোটি টাকা ঋণ পুনঃ তফসিলের সর্বশেষ সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

হাইকোর্টের এই আদেশের ফলে আ স ম ফিরোজ এখন ঋণখেলাপি বলে জানিয়েছেন রিট আবেদনকারীপক্ষের আইনজীবী। রিটের পক্ষের আইনজীবী মাইনুল ইসলাম বলেন, ‘আইনে আছে, তিনবারের বেশি ঋণ পুনঃ তফসিল করা যাবে না। আ স ম ফিরোজের ক্ষেত্রে আইনের তোয়াক্কা না করে ২০১৮ সালে নবমবারের মতো তার প্রায় ২৭ কোটি টাকার ঋণ পুনঃ তফসিল করা হয়। এই সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ করে রিট করা হয়।’

আইনজীবী মাইনুল ইসলাম আরও বলেন, ‘ঋণ পুনঃ তফসিলের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করায় আ স ম ফিরোজ এখন ঋণখেলাপি। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

আ স ম ফিরোজ পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য। পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক চলতি সপ্তাহে হাইকোর্টে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও এম মাইনুল ইসলাম।

Bootstrap Image Preview