Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার সদর প্রতিনিধি 
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৫:৪১ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৫:৪১ PM

bdmorning Image Preview


দেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা শ্রীমঙ্গলে কয়েক দিন ধরেই অনুভূত হচ্ছে তীব্র শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে। সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাস।

আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ও তেতুলিয়ায় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে। ঢাকা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে গতকাল বুধবার শ্রীমঙ্গলে ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানিয়েছেন ‘যেহেতু শ্রীমঙ্গল শীত প্রধান এলাকা এবং চা শ্রমিকদের বড় একটি অংশ এ অঞ্চলে চা বাগান এলাকায় বসবাস করে। আর তীব্র শীতে মূলত চা শ্রমিকরাই বেশি দুর্ভোগে পরে। তাই চা শ্রমিক সহ দুঃস্থ মানুষদের সহায়তায় আমরা প্রস্তুত। আমাদের শীতবস্ত্র, কম্বল শিগগিরই গরিব-ছিন্নমূল মানুষের মধ্যে খুব দ্রুত বিতরণ করা হবে।

Bootstrap Image Preview