Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা জয়নুল আবদিনকে অবাঞ্ছিত ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৫:২৪ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৫:২৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নোয়াখালীতে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির একাংশ।

নোয়াখালী-২ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী কাজী মফিজুর রহমানের সঙ্গে গুলশান কার্যালয়ে অসদাচরণ করার ঘটনায় তাঁর শাস্তি দাবি করে ফারুককে সেনবাগে অবাঞ্ছিত ঘোষণা করেন বিএনপি নেতাকর্মীরা।

বুধবার দুপুরে সেনবাগ উপজেলা চত্বরের সামনে এ প্রতিবাদ সমাবাশে ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে এলাকার শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের অসদাচরণের প্রতিবাদ জানান। সেইসঙ্গে তার বিভিন্ন অসাংগঠনিক কর্মকাণ্ডের সমালোচনা করে শাস্তি দাবি করেন এবং সেনবাগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন বিএনপি নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আল মামুন, সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি ফারুক বাবুলসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Bootstrap Image Preview