Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে ২৬ নভেম্বর থেকে দ্বিতীয় অপেক্ষমান তালিকার ভর্তি শুরু

শাবি প্রতিনিধি 
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৫:১০ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৫:১০ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ১ম সেমিস্টারে অপেক্ষমান তালিকা থেকে ‘এ’ ও বি’ ইউনিটের ২য় পর্বে সাক্ষাৎকার ও ভর্তি শুরু হবে আগামী ২৬ নভেম্বর।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটে অপেক্ষমান তালিকা থেকে ২৬ নভেম্বর (রবিবার) ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এ সকাল ৯টা থেকে ১৪০১- ২৪০০ পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। একই দিন ‘বি’ ইউনিটের গ্রুপ-২ এ অপেক্ষমান তালিকা থেকে ৩১- ৩৫ পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে বলে জানা যায়।

এছাড়া এ দিন ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এ কোটায় অপেক্ষমান তালিকা থেকে মুক্তিযোদ্ধা কোটা থেকে ১৮- ৩৫, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটা থেকে ১০-১৩, প্রতিবন্ধী কোটা থেকে ৪-৫ পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। একই সময় ‘বি’ ইউনিটের গ্রুপ-২ থেকে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমান তালিকার ২য় জনকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।

অন্যদিকে, একই দিনে বিকাল ৩টায় ‘এ’ ইউনিটের অপেক্ষমান তালিকার বিজ্ঞান শাখা থেকে ১০১-২২০ পর্যন্ত, মানবিক শাখা থেকে ৫১- ৭০ পর্যন্ত ও বাণিজ্য শাখা থেকে ৩-৪ পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। এছাড়া এ দিন ‘এ’ ইউনিটের কোটায় অপেক্ষমান তালিকা থেকে বিজ্ঞান শাখায় মুক্তিযোদ্ধা কোটা থেকে ৪- ৫, প্রতিবন্ধী কোটা থেকে ৩- ৪, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটা থেকে ৩- ৪ ও পোষ্য কোটা থেকে ৬- ৭ পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। মানবিক শাখা থেকে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমান তালিকার ৩- ৭ পর্যন্ত ও বাণিজ্য শাখা থেকে মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমান তালিকার ২য় জনকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, উভয় ইউনিটে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকার শেষে ভর্তি করা হবে। এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ৭৫০০ টাকা সাথে নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে কোটায় ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রের দুটো করে ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ক্লিক করুন) অথবা ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে। 

 

Bootstrap Image Preview