Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফিকে নিয়ে 'নোংরা' ভাষায় মন্তব্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৫:০৭ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৭:০১ PM

bdmorning Image Preview


মাশরাফির প্রতি আমাদের ভালোবাসা কেমন সেটা মাশরাফি এতোক্ষনে টের পেয়েছেন। কোন দেশের মানুষের জন্য ইনজুরি পা নিয়ে লড়াই করেন? নিজেকে বিলিয়ে দেন একটি জয়ের জন্য। যে জয় নিয়ে আমরা গর্ব করি। আনন্দ করি। সেই মানুষটাকে নিয়ে কোন খারাপ মন্তব্য করার আগে আমাদের এক বার ভাবা উচিত। কিন্তু সেই কথা আমরা ভাবি? যদি ভাবতাম তাহলে আজ মাশরাফিকে এটি দেখতে হতো না।

গতকাল বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ এর সহধর্মিণী ফজিলাতুন্নেছার মৃত্যু সংবাদে শোকাহত জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন মাশরাফি । 

পোস্টে  ম্যাশ লিখেছিলেন,বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ আমাদের মহান মুক্তিযুদ্ধে বীরত্বব্যঞ্জক ভূমিকা প্রদানকারী বীরশ্রেষ্ঠ। তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আমরা শোকাহত।

এরপর থেকেই সেই পোস্টে একের পর এক মাশরাফিকে নিয়ে নোংড়া কমেন্ট আসতে থাকে। কিছু নোংড়া চিন্তার মানুষ অকঠ্য ভাষায় মন্তব্য করেছেন যা সত্যিই কাম্য নয়।

সেই কমেন্ট থেকে দুই একটা তুলে ধরা হলোঃ 
Mokshed Hasan Robin shared a post.
পোস্টের শেষে জয় বাংলা! জয় বঙ্গবন্ধু বলা এখন আপনার জন্য আওয়ামী সুন্নত। এরপর থেকে আর সুন্নতের খেলাপ যেন না হয়।
Mhmd Shimul shared a post.
শোকাহত আমরা ও! 
নিজের কারনে সালমান মুক্তাদির হয়ে গেলেন!
শেইম ।
Jahidul Islam Masum shared a post.
উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এবং তুমার কর্মকান্ডেও আমরা সমানভাবে শোকাহত। ভালবাসাগুলা আর উদ্ধার করতে পারবা না আফসুস..!! 
Tania Akther shared a post.
এবার আপনি আসছেন মুক্তিযুদ্ধা কে পুঁজি করে ভোট চাইতে 
সব ভন্ডামি আমরা সবাই বুঝি এখন ।
আমরা কতটা নিচু হলে এই ধরনের মন্তব্য করতে পারি। সেটা এই পোস্টের কমেন্ট দেখলে বুঝা যায়। মাশরাফি হয়তো নিজেও বুঝতে পারেনি এই ধরনের নোংড়া কমেন্টের শিকার হবেন। সেটা সত্যিই দুঃখ জনক। মাশরাফির ফেসবুক পোস্টটি পড়তে এখানে ক্লিক করুণ...।।

Bootstrap Image Preview