Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরোধের জেরে বাড়ির সীমানা থেকে গাছ কর্তন

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি 
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৪:১৪ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৪:১৪ PM

bdmorning Image Preview


পূর্ব শক্রতার জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ির সীমানা থেকে জোর করে বিভিন্ন জাতের ২০টি গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ক্ষত্রিগ্রস্থ ব্যবসায়ী বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার থেউকান্দি গ্রামের গোলাম রব্বানীর ছেলে ব্যবসায়ী রুবেল মাহমুদের বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী মেছের আলীর ছেলে বেলাল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিবাদমান ওই সীমানায় ১৫ বছর আগে রুবেল মাহমুদ আম, কাঠাল, মেহগনিসহ বিভিন্ন জাতের গাছ রোপন করেছে। সেই গাছগুলো বর্তমানে বড় হয়ে উঠেছে।

এ অবস্থায় বেলাল হোসেন ও তার লোকজন বুধবার বিকেলের দিকে বিবাদমান সীমানা থেকে ২০গটি গাছ কেটে নিয়েছে। গাছ কাটার সময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ী রুবেল মাহমুদ ও তার পরিবারের লোকজনকে মারধর করেছে। 

এ ঘটনায় রুবেল মাহমুদ বাদী হয়ে বেলাল হোসেন সহ ৮জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এদিকে থানায় অভিযোগের পর আসামিরা বাদীকে নানা ভাবে হুমকি দিচ্ছে। 

এ বিষয়ে বেলাল হোসেন বলেন, রুবেল মাহমুদ আমার সীমানার জোর পূর্বক গাছ লাগিয়েছিল। কিন্ত তাকে গাছগুলো কাটার জন্য বার বার তাগিদ দেওয়ার পরেও কাটেনি। এ কারণে আমি গাছগুলো কেটে নিয়েছি। 

ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Bootstrap Image Preview