Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০২:৩২ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০২:৩২ PM

bdmorning Image Preview


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি।

বুধবার রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাঘব বাটি মাঠ এলাকার আর্ন্তজাতিক সীমানা পিলার ১৭২’র বাংলাদেশের ভেতরে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে ভারতের দিকে দ্রুত পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশী করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।  সীমান্তে সব ধরনের অস্ত্র, গোলাবারুদ ও মাদক দ্রব্যাদি চোরাচালানের বিরুদ্ধে বিবিজির এই অভিযান অব্যাহত থাকবে।’

Bootstrap Image Preview