Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব খুশি: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০২:০৬ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০২:০৭ PM

bdmorning Image Preview


‘আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব খুশী। এ দেশটা সুন্দর এবং এখানকার মানুষ সুন্দর কাজ করতে পারে। এদেশের মানুষ যেকোনো কাজে খুব ভালো ফিনিশিং দিতে পারে। তাই আমরা চাই আমাদের দেশে আরো বেশি শিল্প গড়ে উঠুক।’

বৃহস্পতিবার ২২ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদার গুডস্ ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস’র এর উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথাগুলো বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব খুশী। আসার আগে আমি নিশ্চিত করেছি যাতে আমার হাতে আমাদের দেশের তৈরি ব্যাগ থাকে। সেটা আমি সাথে করে নিয়েই এসেছি। আমি যখন বিদেশে যাই সেখানেও এই ব্যাগ নিয়ে যাই। সবাইকে দেখিয়ে বলি, আমাদের দেশে এই জিনিস তৈরি হয়। জার্মান চ্যান্সেলর মার্কেলকে ওটা দেখিয়ে বলেছি, আপনাকে আমি গিফট দেবো। আমি আমাদের ব্যবসায়ী সাইফুল সাহেবকে বলেছিলাম, কয়েকটা সুন্দর ব্যাগ বেছে দেবেন আমি আমার পক্ষ থেকে তাকে গিফট দেবো। এটা জার্মান ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে।

বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা এবং সবচেয়ে সুন্দর কাজ বাংলাদেশের মানুষ করতে পারে। আমাদের যারা লেবার, তাদের একটু ট্রেনিং দিলেই তারা খুব ভাল কাজ করতে পারে। বিশেষ করে নারীরা এ ব্যাপারে খুব পারদর্শী। তারা সুন্দর হাতের কাজ করে দিতে পারে।

এভাবে আমরা ব্র্যান্ডকে আরও নতুন মানে সুন্দর একটা চেহারা দিতে পারি এবং সৌন্দর্য বাড়াতে পারি। কাজেই আমরা চাই আমাদের দেশে এই শিল্প আরও গড়ে উঠুক। দেশি বিদেশি ব্র্যান্ড আসুক, বিনিয়োগ আসুক। এতে একদিকে যেমন আমাদের কর্মসংস্থান হবে। অপরদিকে যারা করবেন তারা খুব সস্তায় এখানে শ্রমিক পাবেন।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন, যেখান থেকে সারা পৃথিবীতে যোগাযোগ করা যেতে পারে। সেই সুযোগটা আমাদের রয়েছে। এই সুযোগ আরো বাড়াতে এরই মধ্যে কক্সবাজারে যে এয়ারপোর্ট করে দিচ্ছি তা আন্তর্জাতিক মানের এবং সেখানে যাতে সম্প্রসারিত প্লেন বা এয়ারক্রাফট নামতে পারে সেটা মাথায় রেখে গড়ে তুলছি। যাতে করে বিদেশি ব্যবসায়ীরা আসতে পারেন। বাংলাদেশকে দেখতে পারেন, চিনতে পারেন, জানতে পারেন। কক্সবাজারের সমুদ্র সৈকতের ৮০ মাইল প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীতে আর কোথাও নাই। একমাত্র বাংলাদেশে আছে। কাজেই এটাও উপভোগ করতে পারবেন তারা। সেই সাথে আমরা দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবো।

Bootstrap Image Preview