Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৩৫ বলে মোমিনুলের সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০১:৪৮ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০২:৪৪ PM

bdmorning Image Preview


বৃহস্পতিবার থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিজেদের মিশন শুরু করছে বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্টটি। এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক টসে জীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫১ ওভার ওভার, ১৯৭/৩

ক্রিজে আছেন: মোমিনুল হক (১০৮) ও সাকিব (১৯)

মোমিনুলের অষ্টম সেঞ্চুরি: ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিলেন মোমিনুল হক। আজ ইনিংসের শুরু থেকেই আত্ববিশ্বাসের সঙ্গে ব্যাট চালাতে থাকেন তিনি। লাঞ্চ বিরতীতে যাওয়ার আগে তুলে নিয়েছিলেন অর্ধশতক। লাঞ্চ থেকে ফিরে বাউন্ডারি হাকিয়ে ১৩৫ সেঞ্চুরি তুলে নিলেন তিনি। যদিও ৬৭ রানে একবার জীবন পেয়েছিলেন তিনি। সেঞ্চুরির ইনিংসটি তিনি ১০ টি চার ও ১টি ছক্কায় সাজিয়েছেন। ক্রিজের অপর প্রান্তে থাকা সাকিবের সঙ্গে নিয়ে এর মধ্যে ৪০ রানের পার্টনারশীপ নিয়ে এগিয়ে চলেছেন।

দলীয় সংগ্রহ দেড়শো পেরিয়ে মিঠুনের বিদায়

লাঞ্চ বিরতি থেকে ফিরে মোমিনুলকে ক্রিজে সঙ্গ দিতে নেমেছেন মোহাম্মদ মিঠুন। দুজনে মিলে ক্যারিয়ান বোলারদের ভালোই শাষণ করে চলেছেন। দলীয় ১০৫ রানে থেকে নতুন করে জুটি বাধেন মিঠুন ও মোমিনুল। দুজনে মিলে বাংলাদেশের সংগ্রহ দেড়শো পার করার ্ এর পরেই ধৈয্য হারান মিঠুন। দেবেন্দ্র বিশুর বল চার্জ করতে গিয়ে ক্রিজের মধ্যেই বল উপরে উঠে যায়। এসময় সেই বল তালুবন্দি করেন উইকেট রক্ষক শেন ডাওরিচ। মিঠুন প্যাভিলনে ফেরার আগে ৫০ বল থেকে ২০ রানের ইনিংস খেলেন।

লাঞ্চ বিরতিতে বাংলাদেশ: 

দলীয় ১ রানের মাথায় সৌম্য সরকারের উইকেট হারিয়ে দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু এরপর  লাঞ্চ বিরতির আগে পর্যন্ত বেশ ভালোই ব্যাটিং করলেন ইমরুল কায়েস ও মোমিনুল হক। দুজনে মিলে গড়ে তোলের শতরানের জুটি। কিন্তু লাঞ্চ বিরতিতে যাওয়ার ঠিক আগে প্রথম ইনিংসে ২৭ ওভারের শেষ বলটিতে শর্ট লেগে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরলেন কায়েস। ৮৭ বল থেকে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। যদিও এর জন্য ব্যাক্তিগত ৩ ও ১৫ রানের মাথায় দুইবার জীবন পেয়েছিলেন তিনি। কায়েসের বিদায়ে ১০৪ রানের জুটির সমাপ্তি হলো। ক্রিজে অন্য ব্যাটসম্যান মোমিনুল এর মধ্যেই অর্ধশতক তুলে নিয়ে ৭৫ বল থেকে ৫৫ রান নিয়ে লাঞ্চের পর ব্যাট করেতে নামবেন।

দ্বিতীয় বার জীবন পেলেন ইমরুল: 

জিম্বাবুয়ে সিরিজে ফর্মে ছিলেন না ইমরুল। কিন্তু তামিমের অনুপন্থিতে সুযোগ দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। দিনের শুরুতে ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমে সৌম্যের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নিতে পারতেন ইমরুল। রোচের বল ইমরুলের ব্যাটে লেগে সেকেন্ড স্পিপে থাকা রস্টন চেজ হাক ফসকানে প্রথম ৩ রানে জীবন পান ইমরুল। এরপর ক্রিজে নিজেকে খুজে ফিরছেন তিনি। দ্বিতীয় জীবন পান ম্যাচের ১৩ ওভারে। এ সময় দলীয় ৪৬ রানে ক্যারিবিয়ানদের হয়ে বল করতে আসা জোমাল ওয়ারিকানকে উঠিয়ে মারেন। বল বাউন্ডারি ক্যাচ হলে রিভিউতে দেখা যায় নো বল। এ সময় তিনি ১৫ রান নিয়ে ব্যাট করছিলেন।

দিনের প্রথম ওভারেই ফিরলেন সৌম্য:

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম ওভারেই প্যাভিলনে ফিরে গেলেন সৌম্য সরকার। ইনিংসের তৃতীয় বলে কেমার রোচের বল ব্যাটের কিনারা লেগে উইকেট কিপারের গ্লাভসে জমা করলেন তিনি। ২ বল থেকে ০ রানে বিদায়ে নিলেন তিনি।

নাইমের অভিষেক:

বাংলাদেশ টেস্ট দলে আজ অভিষেক হয়েছে ১৭ বছর বয়সী স্পিনার নাইম হাসানের। এছাড়া আগের টেস্ট দল থেখে বাদ পড়েছেন লিটন দাস ও খালেদ আহম্মেদ।একই সাথে দলে ফিরেছেন সৌম্য সরকার। আরিফুলের জায়গায় দলে ফিরেছেন সাকিব আল হাসান।

সাকিবের প্রত্যাবর্তন:

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দু’জনই হাতের ইনজুরিতে ভুগছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবেই দলে ফিরলেন সাকিব।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মমিনুল হক সৌরভ, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), সাকিব আল হাসান(অধিনায়ক), মাহামুদল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান ও মুস্তাফিজুর রহমান।

ওয়েষ্ট ইন্ডিজ দল: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিরান পাওয়েল, শাই হোপ, শিমরন হেট মায়ার, রোস্টন চেজ, সুনিল আমব্রিস, শেন ডাওরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জোমাল ওয়ারিকান, কেমার রোচ, দেবেন্দ্র বিশু।

Bootstrap Image Preview