Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৭ জন আটক

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০১:৪৫ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০১:৪৫ PM

bdmorning Image Preview


অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল সীমান্তে নারী ও পুরুষ শিশুসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। তবে এসময় কোন পাচারকারিকে আটক করতে পারেনি তারা।

বৃহস্পতিবার(২২ নভেম্বর) সকাল ৯ টার দিকে বেনাপোল ছোট আঁচড়া ঠাকুর পুকুর মন্দিরের সামনে তাদেরকে আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন, সাদ্দাম হোসেন (২৮) সাজিয়া আক্তার (২২) ,আরজিনা (৪০) রহিমা (২৪) ও শিশু সহ মোট ৭ জন এদের সকলের বাড়ি কুষ্টিয়া, নড়াইল, মোড়লগঞ্জ এলাকায়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারত সীমান্ত পার হয়ে বেশ কিছু নারী পুরুষ ও শিশু বেনাপোল ছোট আঁচড়া ঠাকুর পুকুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৪ জন নারী ১ পুরুষ ও ২ শিশুসহ ৭ জনকে আটক করে।  

বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview