Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বল হাতে টেন্ডুলকার পুত্রের চমক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০১:০১ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০১:০১ PM

bdmorning Image Preview


বাবা শচীন টেন্ডুলকার ব্যাট হাতে ক্রিকেটবিশ্ব শাসন করেছেন৷ বাবার পদাঙ্ক অনুসরণ করে ছেলে অর্জুন ক্রিকেটার হিসাবে ক্রমশ পরিণত হয়ে উঠছেন বটে, তবে ব্যাটিংয়ে নয়, জুনিয়র টেন্ডুলকার নিজের আলাদা পরিচিতি তৈরি করছেন বোলার হিসাবে৷

মুম্বাইয়ের বয়সভিত্তিক দলে পাকাপাকি জাগয়া করে নেওয়া অর্জুন গত বছর কোচবিহার ট্রফিতে মধ্যপ্রদেশ ও রেলওয়েজের বিরুদ্ধে ইনিংসে পাঁচ উইকেট দখল করেছিলেন৷ চলতি মৌসুমে ভিনু মানকড় ট্রফিতে গুজরাটের বিরুদ্ধেও এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি৷ এবার দিল্লির বিরুদ্ধে কোচবিহার ট্রফির ম্যাচে আরও একবার এমনটা করে দেখালেন জুনিয়র টেন্ডুলকার ৷

ফিরোজ শাহ কোটলায় টসে জিতে মুম্বাইকে প্রথমে ব্যাট করতে ডাকে দিল্লি৷ ১৩৬.১ ওভারে ৪৫৩ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে মুম্বাই৷ ওপেনার দিব্যাংশ ২১১ রানের অনবদ্য ইনিংস খেলেন৷ অর্জুন ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি৷ ন’নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করে আউট হন শচীন পুত্র৷

তবে বল হাতে চমক দেখান তেন্ডুলকর৷ তৃতীয় দিনের শেষে দিল্লি তাদের প্রথম ইনিংসে ১৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৯৪ রান তুলেছে৷ শতরান করেছেন গগন বৎস (১০০) ও প্রিয়াংশ আর্য্য (১৫২)৷ অর্জুন ৯৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন আয়ুশ বাদোনি, বৈভব কাঁদপাল, গুলজার সিং সাঁধু, হৃত্ত্বিক শোকীন ও প্রশান্ত কুমার ভাটির উইকেট৷

Bootstrap Image Preview