Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘শেখ হাসিনা দ্য লিডার’ এবার ইউটিউবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০১:০০ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০১:০০ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘শেখ হাসিনা দ্য লিডার’ এবার ইউটিউবে মুক্তি পেল। এখন থেকে ইউটিউব এ দেখা যাবে এটি।

তথ্য চিত্রটি তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ফয়েজ রেজা। গবেষণা করেছেন সাজিদ রায়হান, ধারা বর্ণনা দিয়েছেন আজাদ আবুল কালাম, ম উজিক কম্পোজিশন করেছেন মকসুদ জামিল মিন্টু, সার্বিক সহযোগিতায় ছিলেন তামান্না তাসমিয়া তুয়া।

এখানে ফুটে উঠেছে অতি সাধারণ এক বাঙালি বধূর কথা। সেই বধূ থেকে শেখ হাসিনা কেমন করে হয়ে উঠলেন বাংলাদেশের স্বপ্নহীন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অন্ন, বস্ত্র, চিকিৎসা ও আশ্রয়ের অভাবে পীড়িত মানুষকে কীভাবে নতুন প্রাণ শক্তিতে উজ্জীবিত করলেন সেটিও থাকছে।

এ ছাড়া একটি অনুন্নত দেশে প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে কীভাবে আদায় করলেন সমাজের বঞ্চিত মানুষের অধিকার। সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে কীভাবে সীমিত সম্পদের ভেতর থেকে একটি দরিদ্র দেশকে মধ্যম আয়ের পথে এগিয়ে নিলেন। ককীভাবে আত্মমর্যাদাশীল জাতিতে রূপান্তরিত করলেন বাংলাদেশের মানুষকে। সেসব তথ্যই উঠে এসেছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শেকড়ের সন্ধানে মেগা কনসার্টে তথ্যচিত্রটি ইতোমধ্যে দেখানো হয়েছে রংপুর জেলা স্কুল মাঠ, রাজশাহীর এ এইচ এম কামরুজ্জামান স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, বরিশালের আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দীন ভূইঁয়া স্টেডিয়াম ও ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

Bootstrap Image Preview