Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

#MeToo কান্ডে জোহরিকে নিদোর্ষ রায় দিলো ভারতীয় সুপ্রিম কোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১২:৫৪ PM

bdmorning Image Preview


বিসিসিআই সিইও রাহুল জোহরিকে যৌন হেনস্থার অভিযোগ থেকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। বুধবার জোহরির বিষয়ে ক্লিনচিট দিল এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ শর্মা, দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিং ও বিচারপতি বীণা গৌড়াকে নিয়ে গঠিত তিন সদস্যের কমিটি।

ডিসকভারি চ্যানেলে কর্মরত থাকার সময় এক সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে জোহরির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় জোহরির খবর চাউর হওয়ার পরেই নড়েচড়ে বসেছিল ভারতীয় ক্রিকেটমহল। সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর তড়িঘড়ি সিইওকে শো-কজের নোটিশ ধরায়। তবে জোহরির উত্তরে চিঁড়ে ভেজেনি। জোহরিকে অপসারণের দাবি জানিয়েছিল বোর্ডের সাতটি অনুমোদিত রাজ্য সংস্থা। পাশাপাশি সেই তালিকায় যোগ হয় সিওএ সদস্যা ডায়না এডুলজির নাম।

জোহরির বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব অনুধাবন করে তাঁকে বোর্ড সিইও’র পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয় এডুলজির তরফ থেকে। তবে সিওএ চেয়ারম্যান বিনোদ রাই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে জোহরিকে ছেঁটে ফেলতে নারাজ ছিলেন। ঘটনাটির সত্যতা জানতে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি এবং তিন সদস্যের কমিটি গঠন করেন। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

এদিকে অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি জোহরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে মতের অমিল দেখা যায় কমিটির দুই সদস্যের মধ্যে। বোর্ডের সিইও’র বিরুদ্ধে শাস্তিস্বরূপ কী ব্যবস্থা নেওয়া উচিৎ, তা বের করতেই হিমশিম খায় কমিটি। অবশেষে চেয়ারম্যান বিনোদ রাই স্পষ্ট জানিয়ে দেন, বিসিসিআইয়ের সিইও পদে বহাল তবিয়তেই থাকছেন রাহুল জোহরি। বুধবার এক বিবৃতিতে তিনি জানান, ‘যৌন হেনস্থা সংক্রান্ত সমস্ত অভিযোগ থেকে তাঁকে মুক্তি দেওয়ায় কর্তব্যে পুনর্বহাল থাকছেন বিসিসিআই সিইও।’

Bootstrap Image Preview