Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পানামার সাবেক প্রেসিডেন্টের দুই ছেলে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১২:৩২ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১২:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলির দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কয়েক কোটি মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। তারা ওডিব্রেচড কোম্পানির ঘুষের কেলেঙ্কারীতে জড়িত ছিলেন। এই কেলেঙ্কারী ফাঁস হওয়ার পর বিশ্বব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার দেশটির কর্মকর্তারা একথা জানান।

গণমাধ্যমে এক বিবৃতিতে বলা হয়, ‘ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করায় পানামার নাগরিক লুইস মার্টিনেলি লিনারেস ও রিকার্ডো মার্টিনেলি-নিরারেসকে গ্রেফতার করা হয়েছে। ২০ নভেম্বর কোরাল গ্যাবেলসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই দুই ব্যক্তি বৈধভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ২০১৭ সালে তাদের ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর থেকে তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।’

মার্টিনেলি সরকার ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পানামা শাসন করে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুপ্তচর লাগানো ও ঘুষের অভিযোগের বিচারের জন্য জুন মাসে মার্টিনেলিকে দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

Bootstrap Image Preview