Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতের আকাশে রহস্যঘেরা উড়ন্ত বস্তুটি কি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১১:১৮ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview


রাতের আকাশে ঘোরাফেরা করেছে আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) বা অজানা এক উড়ন্ত বস্তু। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে।

আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে অ্যারিজোনার আকাশজুড়ে ছেয়ে যায় এক অদ্ভুত আলোর আনাগোনা। ট্যুইটার-ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে সেই বস্তুর ছবি।

পরে অবশ্য সবাইকে হতাশ করে পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন জানাল, ওই বস্তুটি আসলে মিসাইল টেস্ট।

পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর স্ট্র্যাটেজিক সিস্টেমস প্রোগ্রামস ট্রাইডেন্টের মিসাইল পরীক্ষা করা হচ্ছিল এদিন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমুদ্র থেকে উৎক্ষেপণ করা হয় এই মিসাইল। সিস্টেমের ক্ষমতা পরীক্ষা করতে মাঝে-মধ্যেই এই টেস্ট করতে হয়। আর এই ধরণের পরীক্ষার আগে কোনও ঘোষণা করা হয় না বলেও জানানো হয়েছে।

ওই বস্তুটি দেখে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ হতভম্ব হয়ে যায়। অনেকেই এটিকে ভিনগ্রহের যান ভাবে। অনেকেই ছবি তুলে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

Bootstrap Image Preview