Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিয়েতনামে টাইফুনের আঘাতে ১৪ জনের প্রাণহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১০:২০ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১০:২০ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভিয়েতনামে টাইফুন তোরাজির আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। দেশটির খান হোয়া প্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত আনে। এই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ এবং বহু সংখ্যাক নাগরিক আহত হয়েছে।

সোমবার খান হোয়া প্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

এর ফলে দেশটিতে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ওই অঞ্চলের সকল ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। দুর্গত অঞ্চলগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। উদ্ধারকাজে ৬০০ সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, খান হোয়া প্রদেশের অন্তত চারজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে ওই অঞ্চলে উদ্ধারকাজও চালানো যাচ্ছে না।

এর আগে গত বছরে বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে নিহত হয় ৩৮৯ জন। চলতি বছর জুন মাসেও ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাই চাও ও হা গিয়াং প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৪ জন নিহত হয়।

Bootstrap Image Preview