Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়াকে অনুসরণ করতে চায় পাকিস্তান: ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১০:১৮ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১০:১৮ AM

bdmorning Image Preview


মালয়েশিয়া উন্নয়নের মডেল। তাই অর্থনৈতিক উন্নয়নের জন্য মালয়েশিয়াকে অনুসরণ করতে চায় পাকিস্তান। মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফরে গিয়ে এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার (২১ নভেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করার সময় ইমরান খান বলেন, সুশাসনের জন্য মালয়েশিয়ার মডেলকে তিনি হুবহু নকল করতে চান।

এ ছাড়াও মাহাথির মোহাম্মদকে পাকিস্তানে জাতীয় দিবসে ইসলামাবাদ সফর করার জন্য আমন্ত্রণ জানান। পাকিস্তানের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইমরান খান বলেন, মাহাথির মালয়েশিয়ার মাথাপিছু আয় ও জিডিপি বাড়িয়েছেন। মালয়েশিয়াকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন।

ইমরান খান আরো বলেন, ‘বাণিজ্য ও ভবিষ্যত সহযোগিতার পাশাপাশি আমরা পর্যটন খাতে মালয়েশিয়ার সহযোগিতা চাই।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ইমরান খান একটি প্রতিনিধিদল নিয়ে কুয়ালালামপুর পৌঁছান। মাহাথির প্রধামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো সরকারপ্রধান মালয়েশিয়া সফর করলেন। এর আগে চীন, সৌদি ও আরব আমিরাতে সফর করেন ইমরান খান।

Bootstrap Image Preview