Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আসামে ট্রেনের ধাক্কায় বন্যহাতির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৮:২১ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৮:২১ PM

bdmorning Image Preview


ভারতের আসামে জোড়াহাট জেলায় ট্রেনের ধাক্কায় একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, রেল লাইন পার হওয়ার সময় গৌহাটি-দিবরুগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাতিটির মৃত্যু হয়।

এ সম্পর্কে তিতাবর পুলিশ স্টেশনের ইনচার্জ কল্যাণ গগই বলেন, এই দুর্ঘটনায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি ধীর গতিতে চলছিল, এ কারণে উল্টায়নি এবং যাত্রীদেরও কোনও ক্ষতি হয়নি। আসামের রাজধানী গৌহাটি থেকে প্রায় ৩১১ কিলোমিটার পূর্বে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ বলছে, ভোর সাড়ে চারটার দিকে একটি বুনো হাতির দল লেতেকুজান অঞ্চলের রেললাইন পার হতে চাইলে ট্রেনের নিচে পড়ে যায় একটি হাতি।

এতে ওই অঞ্চলের রেলযোগাযোগ প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকে। রেলওয়ে কর্তৃপক্ষ লাইনচ্যুত বগি সরানোর পর আবারও সচল হয় সেখানকার রেলযোগাযোগ।

আসামে ট্রেনে কাটা পরে হাতি মরার ঘটনা নতুন কিছু নয়। রাজ্যটির বন এবং রেল কর্তৃপক্ষ এ ধরনের ঘটনা কমাতে বিভিন্ন উদ্যোগ নিলেও হাতি মরার হার কিছুতেই থামাতে পারছে না।

২০ দিন আগেও গৌহাটি থেকে ১৯ কিলোমিটার দূরে ঠাকুরকুচি অঞ্চলে দুটি হাতি মারা যায়। দ্রুতগামী আওয়াদ এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায় ওই দুটি হাতি।

পরিসংখ্যান বলছে, আসামে ২০১৬ সালে ট্রেনের কাটা পড়ে ১৬টি হাতি মারা যায়। আর গত বছর এ ধরনের ঘটনায় মারা যায় ১২টি হাতি।

Bootstrap Image Preview