Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশু শিক্ষার্থী আলিফ কি অন্ধ হয়ে যাবে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৪:৩৪ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


ফরিদপুর প্রতিনিধি:

স্কুলে ভর্তি হলেও বন্ধুদের সাথে খেলতে গিয়ে হঠাৎ চোখে আঘাত পাওয়ার কারণে অন্ধ হতে চলেছে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু মোহাম্মদ আলিফ।

গত ২২ মে বন্ধুদের সাথে স্কুলে খেলা করার সময় হঠাৎ তার চোখে লোহার পেরেক ঢুকে যায়। যার ফলে আলিফের চোঁখের কর্ণিয়া নষ্ট হওয়ার পাঁশাপাশি মারাত্মকভাবে জখম হয় তার ব্রেইন।

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর এলাকার হতদরিদ্র শ্রমিক মোহাম্মদ আকরামের ছেলে মোহাম্মদ আলিফ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রফেসর ডা. ফরহাদ হোসেন, প্রফেসর ডা. শেখ মোহাম্মাদ হোসেন এবং ডা. কবির আহমেদ এর অধীনে চিকিৎসাধীন ছিলেন।

অর্থের অভাবে চিকিৎসা শেষ না করেই বাড়ি ফিরে আসতে হয় অলিফকে। দ্রুত তার চোঁখের কর্ণিয়া স্থাপন করতে হবে বলে জানিয়েছে চিকিৎসকেরা। না হলে সে অন্ধ হয়ে যাবে।

কিন্তু গরীব বাবার পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়। শিশু আলিফের বাবার আকুতি সমাজের বিত্তবানদের কাছে ছেলের চোঁখের আলো ফেরাতে আর্থিক সহযোগিতার। যেন তার ছেলে আলিফ চোঁখের আলো ফিরে পেয়ে লেখাপড়ার সুযোগ পায়। সাহায্য পাঠানোর জন্য তার নিজ বিকাশ নম্বর-০১৭৭৭-৯০৪৫৮৯।

Bootstrap Image Preview