Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০১:২৯ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০১:৩০ PM

bdmorning Image Preview


পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আজ বুধবার আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানায়, আজ হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও  মৃতুবার্ষিকী হওয়ায় মুসলিম ধর্মের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম ঘোষণা করা হয়েছে। ফলে আজ ভারত-বাংলাদেলের মধ্যে পণ্য আমদানী-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল ২২ নভেম্বর বৃহস্পতিবার থেকে বন্দরের আমদানি-রফতানি পুনরায় চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইন-চার্জ আব্দুর সবুর জানান, এদিকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো চালু থাকবে। 

Bootstrap Image Preview