Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর সঙ্গে বি. চৌধুরী ও এরশাদের সাক্ষাৎ

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০১:০৮ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০১:০৮ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচনের আগে জোটের নানা মেরুকরণের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিকল্প ধারা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে ঢোকেন। তিনি সোয়া এক ঘণ্টার মতো ছিলেন সেখানে। বি. চৌধুরীর সঙ্গে ছেলে মাহি বি চৌধুরী ও বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নানও ছিলেন। তবে আওয়ামী লীগের সভানেত্রীর সঙ্গে বৈঠকে বি চৌধুরী একাই ছিলেন বলে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি জানিয়েছেন।

এর আগে সন্ধ্যার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় এরশাদের সঙ্গে ছিলেন রওশন এরশাদ, জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার।

Bootstrap Image Preview