Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাবুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১০:৫৬ AM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ১০:৫৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদে মিলাদুন্নবীর একটি অনুষ্ঠানে শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো শতাধিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

গতকাল মঙ্গলবার কাবুলের একটি মিলনায়তনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রখ্যাত আলেমদের অংশগ্রহণে ধর্মীয় আলোচনা অনুষ্ঠান এই ভয়াবহ হামলার শিকার হয়।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মজরো ওই হামলায় ৫০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ  বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শত শত মানুষ কাবুলে জমায়েত হয়েছিল। সেখানে এক ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান। জায়গাটির নাম উরানাস ওয়েডিং প্যালেস।

জানা যায়, আত্মঘাতী বোমা বহনকারী একজন মিলনায়তনের ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। সেখানে ইসলামের শেষ নবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন পালনের জন্য শত শত আলেম অংশ নেন। অনুষ্ঠানে এক হাজারের বেশি লোক উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর বহু মানুষ ফ্লোরে লুটিয়ে পড়ে। রক্তে ভেসে যায় মেঝে।

বিস্ফোরণের পর বাঁচার জন্য শুরু হয় হুঁড়োহুড়ি। এসময় অনেকে পদদলিত হয়ে আহত হন অনেকে। ঘটনাস্থল থেকে উদ্ধারকারী ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার তত্পরতা শুরু করে।

স্থানীয় পুলিশ জানায়, ধর্মীয় আলোচনার বিরতিতে যখন খাবারের আয়োজন চলছি তখনই এই হামলা হয়। গত ৬ মাসের মধ্যে আফগানিস্তানে এটাই সবচে বড় হামলা।

২০১৪ সালে ইরাকের মসুল শহর দখল করার পর মিলাদুন্নবী পালন নিষিদ্ধ ঘোষণা করেছিল আইএস। সে কারণে এ হামলার পেছনে আইএসের হাত রয়েছে বলে অনেকে সন্দেহ করছেন।

Bootstrap Image Preview