Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'পুলিশ হেডকোয়ার্টারে বসে সরকার নীল নকশা বাস্তবায়নের প্রস্ততি নিচ্ছে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৫:৫৩ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ হেডকোয়ার্টারে বসে এক কর্মকর্তার মাধ্যমে সরকার তাদের নিল নকশা বাস্তবায়নের প্রস্ততি নিচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষে কারচুপির প্রস্তুতি নিচ্ছেন। যা আমরা নান তথ্যের ভিত্তিতে পেয়েছি। যে পুলিশ কর্মকর্তা হেডকোয়ার্টারে বসে নীলনকশা করছেন আমরা তার বদলি দাবি করছি।

আজ মঙ্গলবার বেলা সড়ে ৩টার দিকে মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলা শেষ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন চায় না। এ নির্বাচন এখনি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আমরা প্রশাসনের রদবদল দাবি করছি।

এ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন এখনি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। নির্বাচন কমিশন তাঁর উপর অর্পিত কোনো দায়িত্ব পালন করছেন না।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ একই ভাবে তফসিল ঘোষণার পরেও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। একই ভাবে যারা জামিনের জন্য যাচ্ছেন তাদের জামিনকে বিলম্বিত করছেন। তাদেরকে জামিনে বের করা হচ্ছে না।

তিনি আরও বলেন, পুলিশ অতীতে সিটি করপোরেশনে যে ভূমিকা পালন করেছেন তা ভীষন ভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা নির্বাচন কমিশমকে সুস্পষ্টভাবে বলতে চাই। নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং তৈরি করার জন্য বলেছিলাম তার কোনোটারই তাঁরা করেনি। আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন যদি সমতল ভূমি তৈরি না করে, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন বন্ধ না করেন তা হলে এ নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, যেতে চাই তবে এ নির্যাতন চলতে থাকলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না।

ফখরুল অভিযোগ করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের নামে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ আচরণ একটি নিরপেক্ষ নির্বাচনের বিপরীতে নিয়ে গেছেন। আমরা প্রশাসনে রদবদল চাই। সেনাবাহিনীকে মেজেষ্ট্রেসি ক্ষমতা দিয়ে দশদিন আগেই নামানোর দাবি করছি। এ বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন কিছুই বলছে না। আসলে এ কমিশন সুষ্ঠু নির্বাচন চায় কিনা সেটাই আমরা সন্দেহ করছি।

জোটের আসন বন্টন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে সাংবাদিকদের সৎ উত্তর ননা দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

Bootstrap Image Preview