Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৃষ্টি সেন্ট্রাল স্কুলের বিরুদ্ধে রফিকরাজু স্কুলের প্রচারপত্র নকলের অভিযোগ

এইচ এম সৌরভ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


গাজীপুর সৃষ্টি সেন্ট্রাল স্কুল কালিয়াকৈর শাখার বিরুদ্ধে প্রচারপত্রে রফিকরাজু একাডেমি কালিয়াকৈর শাখার সেবা ও বৈশিষ্ট্যসমূহ নকল করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রফিক রাজু একাডেমি কালিয়াকৈর শাখার পরিচালক তপন মাহমুদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সাল থেকে সোনামের সাথে রফিকরাজু একাডেমি কালিয়াকৈর শাখা পরিচালিত হচ্ছে। স্কুলের প্রচারণার জন্য প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সেবা প্রদান ও বৈশিষ্ট্য নিয়ে একটি প্রচারপত্র তৈরি করে। রফিক রাজু স্কুলের সেই প্রচারপত্রটি হুবহু নকল করে গাজীপুর সৃষ্টি সেন্ট্রাল স্কুল কালিয়াকৈর শাখা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার কাজ চালাচ্ছে। 

এ ব্যাপারে গাজীপুর সৃষ্টি সেন্ট্রাল স্কুল কালিয়াকৈর শাখার পরিচালক মোঃ হাসেম বলেন, আমাদের ভুল হয়েছে। আমরা দুঃখিত। রফিকরাজু স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। 

কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন, এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

Bootstrap Image Preview