Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নয়াপল্টনে হামলার প্রধান ৬ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৪:০৮ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৪:০৮ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


রাজধানীর নয়াপল্টনে সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাদের নির্দেশে-ই হেলমেট পরে পুলিশের উপর হামলা এবং গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম।

আজ (২০ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, গত ১৪ নভেম্বর নয়াপল্টনে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত প্রধান ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিএনপির ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। হামলার ঘটনায় শুধুমাত্র যারা জড়িত তাদেরকে ছাড়া আর কাউকে হয়রানি বা গ্রেফকার করা হচ্ছে না বলে জানান তিনি।

গ্রেফতারকৃতরা হলেন-শাহজাহানপুর থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এইচ কে হোসেন আলী, সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য আব্বাস আলী, ঢাকা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাকির হোসেন উজ্জল এবং তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি মাহাবুবুল আলম।

তিনি আরও বলেন, সেদিনের যে ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। ওই হামলার মাধ্যমে পুলিশকে উস্কানী দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে বিএনপির নেতারা কর্মীদেরকে হেলমেট পরে হামলার নির্দেশ দিয়েছিল। তাদের নির্দেশ ছিল- হেলমেট পরে যাওয়া, কেউ চিনতে পারবে না। যার ফলে কর্মীরা আমাদের ডাবল কেবিনের গাড়ি ও প্রাইভেটকারে অগ্নিসংযোগ করেছিল হেলমেট পরে। আমাদের পুলিশ সদস্যদের উপর হামলা করে বেশ কয়েকজনকে আহত করে। কিন্তু আমরা চাইলেই মাত্র ১০ মিনিটে সে ঘটনায় ডেসপারেট করতে পারতাম। অথট সেটি করিনি কারণ আমরা পেশাদারিত্ব বজায় রেখে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সংঘাত এড়াতে কাজ করেছি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, কেউ কোনো ধরনের নাশকতা করতে চাইলে তাদের আইনের আওতায় আনা হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে। যার প্রমাণ আজকে এ গ্রেফতারকৃতরা। যারা হেলমেট পরে এবং মুখোশ পরে হামলা চালিয়েছিল তাদেরকে খুব দ্রুত আমরা চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তবে গত ৪ আগষ্ট নিরাপদ সড়ক আন্দোলনের সময় হেলমেট পরে সাংবাদিকদের হামলায় জড়িতরা প্রাকাশ্যে চলাফেরা করলেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেনো এমন এক প্রশ্নে তিনি বলেন, তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

Bootstrap Image Preview