Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজ বাংলাদেশি সাংবাদিক কলকাতায় উদ্ধার

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৪:০৩ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৪:০৩ PM

bdmorning Image Preview


ভারতের কলকাতা থেকে বাংলাদেশি সাংবাদিক সৈয়দ হারুন অর রশীদ নিখোঁজের ৬ দিন পর কলকাতা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার। 

গতকাল সোমবার তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

সাংবাদিক হারুন সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসাবে পেশাগত দায়িত্বপালন করে আসছেন। তিনি শিল্পনগরী ছাতক পৌর শহরের নোয়ারাই আবাসিক এলাকার বাসিন্দা।

গত ১৪ নভেম্বর দুপুরে কলকাতার যাদবপুর ফেয়ারলি প্লেস এলাকা থেকে হারুন নিখোঁজ হন। তার নিখোঁজের বিষয়টি কলকাতার একটি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়। পরে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী কলকাতায় নিযুক্ত উপ হাই কমিশনারকে বিষয়টি জানান।

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১১ নভেম্বর হারুন তার বড় ছেলে জামিকে সঙ্গে নিয়ে কলকাতায় বেড়াতে যান। সেখানে চিকিৎসা নিতে যাওয়া হারুনের ভায়রা ভাই ও শালিকার ভাড়াটে বাসায় উঠেন তারা। বুধবার দেশে ফেরার জন্য ছেলেকে নিয়ে তিনি যাদবপুর রেল স্টেশনে যান। টিকেটের জন্য ছেলেকে লাইনে দাঁড় করিয়ে তিনি যাদবপুরের ফেয়ারলি প্লেস এলাকায় মানি একচেঞ্জ থেকে ডলার ভাঙ্গাতে যান। সেখান থেকেই তিনি নিখোঁজ হন বলে পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়।

এদিকে দীর্ঘক্ষণ পার হলেও হারুন ফিরে না আসায় তাকে খুঁজতে বের হন ছেলে জামি। আশপাশ এলাকায় অনেক খুঁজে সন্ধান না পাওয়ায় খালা ও খালুকে সঙ্গে নিয়ে নিকটস্থ থানায় গিয়ে পুলিশের সহায়তা চায় সে।

Bootstrap Image Preview