Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০২২ সালেই সাগরে নামবে টাইটানিক- ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১০:৪৭ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১০:৪৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


অস্ট্রেলিয়ার খনি ব্যবসায়ী ক্লাইভ পামার টাইটানিক জাহাজের আদলে পুনরায় নির্মাণ করছেন, টাইটানিক ২। ২০১২ সালে এর পরিকল্পনা জানানো হয়। এটি ২০২২ সালেই সমুদ্রপথে যাত্রা করবে।

একটি ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০১২ সালেই পামার তাঁর পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং বলেছিলেন, এই প্রকল্প ২০১৬ সাল নাগাদ শেষ হবে। কিন্তু ২০১৫ তে পামার তাঁর চীনের ব্যবসা নিয়ে কিছু সমস্যায় পরার কারণে  সাময়িকভাবে বন্ধ থাকে টাইটানিক ২ এর কাজ।

পরবর্তীতে কাজ এবার শুরু হওয়ায় অবশেষে টাইটানিকের ১১০তম বার্ষিকীতে রূপ পেতে চলেছে টাইটানিক ২ প্রকল্পের।

জানা গেছে, এই জাহাজ প্রথমে দুবাই থেকে ইংল্যান্ডের সাদাম্পটনে পৌঁছবে। তারপর পুরনো টাইটানিকের রুট ধরেই সে পাড়ি দেবে আটলান্টিক। ডুবে যাওয়া টাইটানিকের নির্ধারিত রাস্তা ধরেই তা পৌঁছবে নিউইয়র্কে।

টাইটানিক ২ এ আনুমানিক ২৪০০ যাত্রীর ব্যবস্থা থাকবে। এর বাইরে ক্রু মেম্বার থাকবেন ৯০০ জন। তবে পুরনো টাইটানিক ছিল কয়লা-চালিত। টাইটানিক ২ তা থাকছে না, থাকবে ডিজেল-চালিতো ব্যবস্থা। তবে আদি টাইটানিকের মতো চারটি চিমনি অপরিবর্তিত থাকছে। আরও থাকছে সাবেক টাইটানিকের মতো ফার্স্ট, সেকেন্ড ও থার্ড ক্লাসের টিকিট। 

Bootstrap Image Preview