Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার সদর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৯:২২ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৯:২২ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. মুজিবুর রহমান বিডিমর্নিংকে বলেন, আজ সোমবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই মৌসুমে এ পর্যন্ত এটি সর্বনিম্ন তাপমাত্রা বলেও জানান তিনি।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শীত প্রধান এলাকা হিসেবে পরিচিত। হিম শীতল ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে চা বাগান এলাকায় বসবাসরত চা শ্রমিকরা পড়েছেন প্রচন্ড দুর্ভোগে। শীতের তীব্রতার আর কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে কয়েক লক্ষাধিক চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের পড়েছেন চরম কষ্টে। 

Bootstrap Image Preview