Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে নাইজেরিয়ান নাগরিক ও হুন্ডি ব্যবসায়ীসহ ১৫ জন আটক

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:৫৮ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:০১ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে এক নাইজেরিয়ান নাগরিক ও দুই হুন্ডি ব্যবসায়ীসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

আজ সোমবার ভোরে সীমান্তের পুটখালী ও পাঁচভুলোট সীমান্তে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। এসময় অপর এক নাইজেরিয়ান নাগরিক পালিয়ে যায় বলে বিজিবি জানায়। 

২১ বিজিবি ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সোহেল আহম্মেদ জানান, বেনাপোল পুটখালি সীমান্তে অবৈধভাবে নারী শিশু বাংলাদেশে প্রবেশ করছে জানতে পেরে বিজিবির একটি টহলদল সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে ইকোচিকো নামে এক নাইজেরিয়ান নাগরিকসহ ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করে। এদের মধ্যে ২ নারী ২ শিশু ও ৯জন পুরুষ রয়েছে। তাদের বাড়ী যশোর, খুলনা গোপালগন্জ, বরিশাল ও নড়াইল জেলায়।

পরে নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে ৭৫০ ডলার সহ মূল্যবান কাগজপত্র উদ্ধার করা হয়। সে ফুটবল প্লেয়ার বলে জানায় বিজিবি। 

অপরদিকে শার্শার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে দুইটি মটর সাইকেলসহ আয়ুব ও হারুনার রশিদ নামে দুই হুন্ডি ব্যাবসায়িকে আটক করে বিজিবি। এসময় তাদের কাছ থেকে হুন্ডির ৫ লাখ টাকা জব্দ করা হয়।

আটক আয়ুব হোসেন পাঁচভুলোট গ্রামের নুর আলীর ছেলে ও হারুনার রশিদ একই গ্রামের জামাল হোসেনের ছেলে।

আটককৃতদেরকে বেনাপোল ও শার্শা থানায় সোপর্দ করা হযেছে বলে জানান ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview