Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০১:৫৪ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০১:৫৪ PM

bdmorning Image Preview


কক্সবাজারের মহেশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত মানিক মিয়া জলদস্যু।
সোমবার ভোরে মহেশখালী উপজেলার সোনাদিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া কুতুবদিয়া উপজেলার করলাপাড়া গ্রামের লেদু মিয়ার ছেলে।

কক্সবাজার র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি জানান, সম্প্রতি মহেশখালী উপজেলার সোনাদিয়া এলাকায় জলদস্যুরা তৎপরতা বেড়ে যায়। জলদস্যুরা ১৫-২০ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসছিল এমন অভিযোগও আসে। এর ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জলদস্যু মানিক মিয়ার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড গুলি ও ছয় রাউন্ড খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহতের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview