Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালমার মাইলফলক, বিশ্বকাপের শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১১:৪৮ AM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১১:৪৮ AM

bdmorning Image Preview


মেয়েদের টি-টোয়ন্টি বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। রবিবার রাতে গ্রুপ পর্বে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে ৩০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর আগে টানা তিন ম্যাচে হেরে আগেই বিশ্বকাপ থেকে নিজেদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টসে জীতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আফ্রিকা  আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ মারিয়ান ক্যাপ ২৫ ও লিজল লি খেলেন ২১ রানের ইনিংস।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান অধিনায়ক সালমা খাতুন। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট স্পর্শ করেন সালমা। এছাড়া খাদিজাতুল কোবরা পান ২টি উইকেট। ১টি করে উইকেট পান রুমানা আহমেদ ও নাহিদা আক্তার।

১১০ রান তাড়া করতে নেমে ধীর গতিতে রান তুলতে থাকে বাংলাদেশ দল। যা তাদেরকে ম্যাচ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। ৪০ বল খেলে ৩৪ রান করে অপরাজিত থাকেন রুমানা আহমেদ। ৩৬ বল থেকে ১৯ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। এছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৭৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

পুরো বিশ্বকাপ জুড়েই ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশকে তাড়া করেছে।  আগের তিন ম্যাচে স্কোর ছিল পাকিস্তানের বিপক্ষে ৪৬, ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৭২।

Bootstrap Image Preview