Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে তুলার কারখানায় আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১০:২২ AM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১০:২২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গাজীপুরের টঙ্গীতে ঝুট থেকে তুলা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে কারখানার একটি গুদাম পুড়ে গেছে।

রবিবার রাতের এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার বাদাম রোডে (বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানা সংলগ্ন) এমএস ফাইবার প্রসেসিং কারখানায় ঝুট থেকে তুলা তৈরি করা হয়। রবিবার রাত পৌনে ১০টার দিকে ওই কারখানায় ঝুটের ক্র্যাশিং কাজ চলছিল। এ সময় হঠাৎ আগুনের সূত্রাপাত হয়। মুহূর্তেই আগুন টিনশেডের ওই কারখানা ও কারখানার গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।

কারখানার শ্রমিক-কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে একটার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হন।

আগুনে ওই কারখানা ও গুদামসহ বিপুল পরিমাণ ঝুট এবং উৎপাদিত তুলা ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা উৎপাদন কাজ চলাকালে মেশিনের ঘর্ষণে সৃষ্ট আগুনের স্ফুলিঙ্গ থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Bootstrap Image Preview