Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একাই ৯০ জনকে খুন !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:১০ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সামুয়েল লিটল।৭৮ বছর বয়সী এই লোক চার দশকে অন্তত ৯০ জনকে খুন করেছে। সম্প্রতি এই মার্কিনি এসব খুনের কথা স্বীকার করেছে। 

তদন্তকারীরা জানান, চার দশকে কমপক্ষে ৯০ জন মানুষকে খুনের রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছিলেন তারা। সেই তদন্তে ধীরে ধীরে সামুয়েলের নাম বেরিয়ে আসে।তিনটি খুনের অভিযোগে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে সামুয়েল। 

পুলিশের তথ্যানুযায়ী, লুইজিয়ানার হোমা এলাকায় দুটি হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছে সামুয়েল। ওই দুটি হত্যাকাণ্ডের একটির শিকার হয়েছিলেন ডরোথি রিচার্ড (৫৯)। ১৯৮২ সালে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। আরেকজন হলেন ডেইজি ম্যাগিউরে (৪০) যার মৃতদেহ পাওয়া যায় ১৯৯৬ সালে। এই দুজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়। লুইজিয়ানাতে অন্য যেসব হত্যাকান্ড হয়েছে তার দায়ও স্বীকার করে নিয়েছে সামুয়েল। 

তদন্ত কর্মকর্তারা বলেছেন, কয়েক দশক ধরে জর্জিয়ার দুই নারী হত্যার তদন্ত চলছিল। অবশেষে তার দায় স্বীকার করে নিয়েছেন সামুয়েল। একজনকে খুন করা হয় ১৯৭৭ সালে, অপরজনকে ১৯৮২ সালে। 

Bootstrap Image Preview