Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানের শীষে মনোনয়নে আশাবাদী বেবী নাজনীন, দিলেন সাক্ষাৎকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৭:০৯ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৭:০৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নীলফামারী-৪ আসন থেকে নিতে বিএনপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিনোদনজগতের পরিচিত মুখ কণ্ঠশিল্পী বেবী নাজনীন। ধানের শীষে মনোনয়নের ব্যাপারে খুবই আশাবাদী তিনি।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন তিনি।

নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে নিজেকে সপে দিতে চান বলে জানিয়েছেন জনপ্রিয় এ সংগীত শিল্পী বেবী নাজনীন।

বেবী নাজনীন বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করবো। আমি সংগীতে কাজ করছি, এখন রাজনীতির মাধ্যমে আমার এলাকা আর সংগীত জগতের মানুষ, সবার জন্য কাজ করবো।

এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও সাক্ষাৎকার দিয়েছেন মো. আমজাদ হোসেন সরকার, কৃষিবিদ পারভীন আক্তার ও বিলকিস আক্তার।

এর আগে গত সোমবার (১২ নভেম্বর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর প্রথম দিনই তিনি ফরম সংগ্রহ করেন। বেবী নাজনীনের হাতে ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, নীলফামারীর মানুষের জন্য আমি কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি দীর্ঘদিন এলাকায় কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস এই আসনটি ম্যাডামকে উপহার দেব।

Bootstrap Image Preview