Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তারেক রহমানের ভিডিও কনফারেন্স বিএনপির নিজস্ব ব্যাপার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নির্বাচনে ধানের শীষে প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকারে ভিডিও কনফারেন্সে তারেক রহমানের অংশগ্রহণ বিএনপির নিজস্ব ব্যাপার বলে মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মনোনয়ন চূড়ান্ত করতে কারা সাক্ষাৎকার নেবেন সেটা বিএনপির নিজেদের ব্যাপার। এটা নিয়ে কথা বলার এখতিয়ার কারও নেই।

রবিবার বিকাল ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের সাক্ষাৎকার নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে মনোনয়ন বোর্ডে যুক্ত হন তিনি।

এ ব্যাপারে সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দণ্ডিত হওয়া সত্ত্বেও বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে কথা বলার বিষয়ে আমি জাতির কাছে বলতে এখন পারি, একজন দণ্ডিত পলাতক আসামি এ ধরনের বক্তব্য দিতে পারে কিনা?

মন্ত্রী নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, দুটি মামলায় দণ্ডিত পলাতক এ রকম কেউ এভাবে ভিডিও কনফারেন্স করে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারে কিনা- আমি সেটি নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি।

ওবায়দুল কাদেরের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, তারেক রহমানের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ বিএনপির অভ্যন্তরীণ বিষয়। এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন নিজেই আচরণবিধি ভঙ্গ করছে।

এ ব্যাপারে দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দিলে ও আইনে থাকলে তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে।

একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তারেক রহমান এই কার্যক্রম করতে পারেন কী না এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের উদ্দেশ করে কমিশনার বলেন, আপনারা বলেছেন, আমরা শুনেছি। আমাদের কাছে বিষয়টি নিয়ে মনিটরিং করার কোনো ব্যবস্থা নাই। তবে বিষয়টি নিয়ে যদি কেউ লিখিত অভিযোগ করেন, আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কোনো অবস্থা থাকলে আমরা তা করার যথাযথ চেষ্টা করবো। আর যদি আইনে না থাকে তাহলে কমিশনারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একটি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কমিশনার।

নির্বাচনের তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের দিন ১০ ডিসেম্বর।

Bootstrap Image Preview