Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক প্রেমিকের প্রতারণায় দুই বোনের আত্মহনন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ১০:১০ AM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ১০:১০ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দারভাঙা গ্রামে প্রেমিকের প্রতারণার পোকা মারার বিষ (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেছে শোভা আক্তার (১৩) ও রোজিনা আক্তার (১২) নামে ২ চাচতো বোন। 

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শোভা আক্তার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের মোহসিন চৌকিদারের মেয়ে ও রোজিনা আক্তার গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার বিপুল মৃধার মেয়ে। শোভা চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

তার সঙ্গে দারভাঙা গ্রামের খালাতো ভাই শামীমের প্রেমের সম্পর্ক চলছিল। এদিকে শোভার চাচাতো বোন রোজিনার সঙ্গেও শামীম প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তবে একসঙ্গে থাকলেও দুই বোন যে একজনের সঙ্গেই প্রেম করছে, তা তাদের জানা ছিল না।

একপর্যায় শামীমের প্রতারণার বিষয়টি জানতে পারে শোভা ও রোজিনা। তাই অভিমান করে শুক্রবার রাতে নিজ বাড়িতেই দুই বোন একসঙ্গে পোকা মারার বিষ (গ্যাস ট্যাবলেট) খায়। পরে গুরুতর অবস্থায় দুজনকে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।তবে শোভা ও রোজিনার সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক ছিল কিনা, তা পরিবারের জানা নেই বলে তাদের দাবি।

শোভার বাবা মোহসিন চৌকিদার বলেন, ‘আমি সমুদ্রে ছিলাম। আমাকে খবর দিলে আমি বাড়িতে এসে শুনতে পাই মেয়ে গ্যাস ট্যাবলেট খাইছে। আমার মেয়ে এখনও অপ্রাপ্ত বয়স্ক, প্রেম কী সে বুঝেই না।’

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, ‘এক ছেলের সঙ্গে প্রেম করার বিষয়টি নিয়েই তারা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তদন্ত করে আসল ঘটনা উদ্ঘাটন করা হবে। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।’

Bootstrap Image Preview