Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে মানসিক অসুস্থতা নিরুপণ বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৯:৪৬ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৯:৫৮ PM

bdmorning Image Preview


ফরিদপুরে মানসিক অসুস্থতা নিরুপণ বিষয়ক এক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আমরা কাজ করি (একেকে) ও এপেক্স বর্ডির আয়োজনে এবং অসএইডের পক্ষে সিডিডি, সিবিএম এর আর্থিক সহযোগীতায় পিএইচআরপিবিডি প্রকল্পের আওতায় শোভারামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ক্যাম্পের আয়োজন করা হয়। 

দিনব্যাপী এ ক্যাম্পে ফরিদপুর জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও পরামর্শ দেয়া হয়।

উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামরুল হাসান, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএএম মোঃ রুস্তম আলী। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ডা. ফরিদ আহমেদ।

Bootstrap Image Preview