Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলকাতা থেকে বাংলাদেশী সাংবাদিক নিখোঁজ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৯:৩১ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৯:৩১ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার ছাতক প্রতিনিধি সৈয়দ হারুন অর রশীদ কলকাতা থেকে নিখোঁজ হয়েছেন।

গতকাল শুক্রবার কলকাতা থেকে সাংবাদিকপুত্র সৈয়দ জামি তার পিতার নিখোঁজের বিষয়টি পরিবার ও সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এদিকে সাংবাদিক হারুন অর রশীদের সন্ধানে শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার, ভারতে অবস্থানরত বাংলাদেশী দূতাবাস ও ভারত সরকারের দ্রুত সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ এবং বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত সম্প্রতি সিলেটের ডাউকি ইমিগ্রেশান পয়েন্ট দিয়ে ভারতের শিংল হয়ে বড় ছেলে জামিকে সাথে নিয়ে কলকাতায় যান সাংবাদিক হারুন। কলকাতায় তার এক আত্মীয় চিকিৎসার জন্য বেশ কিছুদিন যাবৎ অবস্থান করায় তাকে দেখতে সেখানে যান পিতা-পুত্র।

গত বুধবার কলকাতায় অবস্থানকালে দুপুরে কলকাতার যাদবপুর রেল স্টেশনে ছেলেকে বসিয়ে রেখে ওই ডলার ভাঙ্গানোর জন্য মানি একচেঞ্জে গেলে সেখান থেকেই তিনি নিখোঁজ হন।

এ ব্যাপারে সেখানকার একটি থানায় জিডিও করেন তার স্বজনরা।

তার নিখোঁজ হওয়ার বিষয়ে সন্ধান চেয়ে কলকাতার আনন্দ বাজার পত্রিকায় শুক্রবার নিরুদ্দেশ শিরোনামে একটি বিজ্ঞপ্তিও ছাপা হয়েছে। কিন্তু শুক্রবার মধ্যরাত পর্য্যন্ত তার কোন সন্ধান মেলনি।

এদিকে সাংবাদিক হারুন নিখোঁজ হওয়ার খবরে সুনামগঞ্জ, ছাতক ও সিলেটের সাংবাদিক মহলে  গভীর উদ্ভেদ সৃষ্টি হয়েছে।

সাংবাদিক হারুন নিখোঁজ না তাকে অপহরণ করা হয়েছে এ নিয়ে তার পরিবারের সদস্যরাও রয়েছেন নানা শঙ্কায়।

Bootstrap Image Preview