Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুরস্কের কাছে খাশোগি হত্যাকাণ্ডের দ্বিতীয় টেপ রেকর্ডিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:২৮ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের দ্বিতীয় আরেকটি টেপ রেকর্ডিং রয়েছে তুরস্কের কাছে। দেশটির দৈনিক হুররিয়াতের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর আর বেরিয়ে আসেননি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রদায়ক জামাল খাশোগি। পরবর্তীতে সৌদি আরব স্বীকার করেছে, কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে।

খাশোগিকে খুন করতে সৌদি আরব থেকে ১৫ সদস্যের একটি হত্যাকারী দল আসে তুরস্কে। হত্যাকাণ্ড শেষে তারা তুরস্কে থেকে বেরিয়ে যান। কিন্তু এ নিয়ে সৌদি কর্মকর্তাদের বক্তব্য পরস্পর বিপরীতে বলে জানিয়েছে হুররিয়াত।

পত্রিকাটির কলামনিস্ট আব্দুলকাদের সেলভি বলেন, তুর্কি কর্তৃপক্ষের কাছে ১৫ মিনিটের আরেকটি অডিও টেপ রয়েছে। এতে খাশোগিকে হত্যা করতে আসা সৌদি আরবের ১৫ সদস্যের দলকে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শোনা গেছে।

‘এছাড়া দলের প্রত্যেককে তাদের দায়িত্ব বুঝিয়ে ও স্মরণ করিয়ে দিতে শোনা গেছে।’

তিনি বলেন, হত্যাকাণ্ডের পরবর্তী সময়ের প্রমাণও তুরস্কের কাছে রয়েছে। সৌদি আরবের ১৫ সদস্যের দলের আন্তর্জাতিকে ফোন কলের রেকর্ডিংও রয়েছে তুরস্কের কাছে।

সেলভির ভাষ্য, হত্যাকাণ্ডের ধরন যে পূর্বপরিকল্পিত, তার জোরালো প্রমাণ রয়েছে। আগের সাত মিনিটের অডিও টেপ থেকে যা স্পষ্ট বোঝা যায়।

Bootstrap Image Preview