Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসে চিঠি রেখে জবি শিক্ষার্থী নিঁখোজ

নিজাম উদ্দিন শামীম, জবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:০৮ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:০৮ PM

bdmorning Image Preview


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান শুভকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত ১৪ নভেম্বর রাত সাড়ে ৯টায় বাসা থেকে বের হওয়ার পর তার কোন সন্ধান মিলছে না বলে জানা যায়। নিখোজ হওয়ার আগে তার বাসায় একটি চিঠি রেখে যান।

নিঁখোজ হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তার বন্ধু নিলয় জানান, “মেহেদীর পরীক্ষা শেষ হওয়ার পর ১৪ তারিখ রাত সাড়ে ৯ টায় পুরান ঢাকার মুরগীঢোলার কাছে মেস থেকে বের হন। তারপর আনুমানিক সাড়ে ১০টা পর্যন্ত ফেসবুকে একটিভ ছিল। পরের দিন আমার জন্মদিন পাশে থাকতে পারবেনা বলে মেসেঞ্জারে দুঃক্ষ প্রকাশ করল। এরপর আর তার খোঁজ নেই।
তাকে বাসায় না দেখে খোজাখুজিঁর পর মেস মেম্বাররা মেসে একটি চিঠি খুজেঁ পান বলে জানান নিলয়। চিঠিতে লেখা ছিল- আমি যাকে ভালবাসলাম, সে আমাকে বুঝল না।

শুভর খোজঁ না পাওয়ায় তার বাবা গতকাল ঢাকায় আসলেন। থানায় জিডি করলেন।

নাট্যকলা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মাহবুবুল হাসান রনি জানান, শুভ ভাইকে খুজেঁ পেতে তার পরিবারসহ সকলে মরিয়া। বর্তমানে তার মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ১৫ নভেম্বর সকালে সর্বশেষ ট্রাকিং করে তার অবস্থান পাওয়া গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সে কোথায় আছে কিংবা তার নিখোঁজের কারনটি আমরা সঠিকভাবে জানিনা।

কেউ তার সন্ধান পেলে নিম্নের নাম্বারে যোগাযোগ করতে বলা হলো :
০১৭৬২৮৮৮৩৫৬ (রনি)
০১৭৭০৪১৩৬৯৩ (নিলয়)
 

Bootstrap Image Preview