Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি-আমেরিকাসহ বিভিন্ন দেশে খাসোগির জানাজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৯:০৫ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৯:০৫ PM

bdmorning Image Preview


সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন দেশে সাংবাদিক জামাল খাসোগির গায়েবানা জানাজা সম্পন্ন হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানাজা হওয়ার এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১৬ নভেম্বর) বাদ জুম্মা মক্কার গ্রান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে জানাজা সম্পন্ন হয়।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ খাসোগির মরদেহের খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত গায়েবানা জানাজার সিদ্ধান্ত নেয় তার পরিবার। মদিনার জানাজায় অংশ নেন খাসোগির সন্তান সালাহ খাসোগি।

এ ছাড়া তুরস্কের ইস্তাম্বুল, ব্রিটেনের লন্ডন, আমেরিকার ওয়াশিংটন, আঙ্কারা ও দিয়ারবাক্র, পাকিস্তানের ইসলামাবাদ, ইন্দোনেশিয়ার জাকার্তা, ফ্রান্সের প্যারিস, মরক্কোর রাবাত এবং তিউনিশিয়া ও কুয়েতে একই ধরনের গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

জানাজায় অংশগ্রহণকারীরা দ্রুত মরদেহ হস্তান্তরের জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়াও খাসোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার সুবিচার দাবি করেছেন তারা।

প্রসঙ্গত, ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাসোগি। প্রথমে অস্বীকার করলেও চাপে পড়ে ১৯ অক্টোবর মধ্যরাতে প্রথমবারের মতো সাংবাদিক জামাল খাসোগি নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি আরব।

এ দিকে হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান কিংবা অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। এখনো পর্যন্ত তার মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। সৌদি আরবও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।

Bootstrap Image Preview